সাহিত্যে ‘পেন পিন্টার’ পুরস্কার পেরেন অরুন্ধতী রায়

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-28 11:48:58

সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কারে ভূষিত হলেন ভারতীয় লেখক অরুন্ধতী রায়। নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার দেওয়া হয় ইংলিশ পেনের পক্ষ থেকে। ২০০৯ সাল থেকে বার্ষিকভাবে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

অরুন্ধতী রায়ের হাতে এই পুরস্কার আগামী ১০ অক্টোবর তুলে দেওয়া হবে। ব্রিটিশ লাইব্রেরির পক্ষ থেকে যুগ্মভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন তিনি একটু বিশেষ স্পিচও দেবেন।

প্রতিবার এই পেন পিন্টার প্রাইজ এমন একজনকে দেওয়া হয়ে থাকে যার লেখার মাধ্যমে সমাজের বাস্তব এবং সত্য উঠে আসে। এবারের এই পেন পিন্টার প্রাইজের জুরি সদস্য হিসেবে ছিলেন ইংলিশ পেন চেয়ার রুথ বর্থউইক, অভিনেতা খালিদ আবদাল্লা, লেখক রজার রবিনসন।

এর আগে এই পুরস্কার পেয়েছেন মাইকেল রসেন, মার্গারেট অ্যাটউড, ম্যালোরি ব্ল্যাকম্যান, সালমান রুশদি, টম স্টপপার্ড, ক্যারল অ্যান ডাফি।

অরুন্ধতী রায়ের নাম ঘোষণা করে এবার জুরি সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে, অরুন্ধতী রায়কে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবারের ২০২৪ এর পেন পিন্টার প্রাইজ পাওয়ার জন্য। তিনি নিয়মিতভাবে অন্যায় অবিচারের গল্প বলেন বুদ্ধি এবং সৌন্দর্যের সঙ্গে। তার ভাবনা আন্তর্জাতিক মানের। তার কণ্ঠকে কখনও রোধ করা যাবে না।


৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। তিনি প্রায়ই তার বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলির কাছে হেনস্তার শিকার হন। ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে নিয়মিত লিখছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক।

এ সম্পর্কিত আরও খবর