ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১, নিখোঁজ ১৯

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-08 18:28:14

ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১১ জন নিহত এবং এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার সুলাইসি দ্বীপে অবৈধ একটি সোনারখনির পাশে এ ভূমিধসের ঘটনা ঘটে।

সোমবার (৮ জুলাই) ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, রোববার শেষরাতে গোরোনতালো প্রদেশের বোনে বোলাঙ্গ গ্রামের প্রত্যন্ত একটি এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। কারণ হিসেবে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

উদ্ধারকর্মীদের প্রধান হেরিয়ানতো সংবাদমাধ্যমকে বলেন, মৃত আটজনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি চাপাপড়া পাঁচজনকেও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আরো তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের কারণে অনেক সেতু বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকর্মীদের চলাচলে অসুবিধায় পড়তে হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর