ইংলিশ চ্যানেলে ডুবে ৪ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ বছরের এক শিশুও রয়েছে।

রোববার (৬ অক্টোবর) ফ্রান্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাতে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে গেলে ৪ জনের মৃত্যু হয়। নৌকা দুটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে ভয়ে মানুষ লাফ দেওয়ার ফলে এ ঘটনা ঘটে।

১৫ জনকে ফ্রান্সের কোস্টাগার্ড উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এর মধ্যে একজনকে পায়ে দগ্ধ অবস্থায় হেলিকপ্টারে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটাইলুঁ এ ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে বলেছেন, পাচারকারীদের হাত রক্তে রঞ্জিত।

অতিরিক্ত অভিবাসী বোঝাই অন্য আরেকটি ছোট নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে গেলে অনেকে লাফ দিয়ে ঝাঁপ দেন এবং কেউ কেউ পদপৃষ্ট হয়ে আহত হয়েছেন বলে জানা যায়।