বেইজিং-পিয়ংইয়ং সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি শি’র
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রোববার (৬ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে পাঠানো এক বার্তায় এ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন শি। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে দুই নেতা বার্তা বিনিময় করেন।
চীন এবং উত্তর কোরিয়া ঐতিহ্যগতভাবে সমাজতান্ত্রিক মিত্র এবং বেইজিং দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন পিয়ংইয়ং সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে আসছে।
সিনহুয়া জানায়, বার্তায় শি বলেন, ‘কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে, বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতাকে গভীর করতে এবং ঐতিহ্যবাহী দ্বিপাক্ষিক বন্ধুত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।’
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ‘বেইজিং এবং পিয়ংইয়ং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। এছাড়াও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ পূর্বের মতোই তাদের অবস্থান বজায় রাখবে।’
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে যে কিম বলেছেন, ‘পিয়ংইয়ং উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে সুসংহত ও বিকাশের জন্য অব্যাহত ভাবে চেষ্টা করবে।’