সিকিমে ভয়াবহ ভূমিধস, গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-20 18:04:04

ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ধসে পড়েছে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ৫১০ মেগাওয়াট সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পাহাড়টি গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন ছোট ছোট ভাঙনের কারণে হুমকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘন ঘন ছোট ছোট ভাঙনের কারণে কয়েকদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রটি খালি করা হয়েছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

আকস্মিক ভারী বৃষ্টিপাতের ফলে এ অঞ্চলে বন্যা শুরু হয়েছে। এতে সিকিমের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চুংথাং-এ তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে গেছে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যাওয়ার ফলে তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।

এ সম্পর্কিত আরও খবর