নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননের বৈরুতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক মার্কিন সিনেটর এ কথা বলেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করে, তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। গত শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। নাসরুল্লাহকে হত্যার সময় ইসরায়েল 'বাঙ্কার-বাস্টিং' বোমা ফেলেছিল বলে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ইসরায়েলি বিমান বাহিনী পোস্ট করেছে। সেই ভিডিও বিশ্লেষণ করেই রোববার মার্কিন সিনেটর বোমাগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বলে নিশ্চিত করেছেন।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব-কমিটির চেয়ারম্যান মার্ক কেলি গতকাল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল দুই হাজার পাউন্ডের (৯০০ কেজি) ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র।

মার্ক কেলি বলেন, তারা গাইডেড অস্ত্রের অধিক ব্যবহার দেখছেন। তারা এই অস্ত্রগুলো সরবরাহ করে থাকেন।

উল্লেখ্য, প্রায় তিন দশক (প্রায় ৩২ বছর) ধরে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান কর্তা ছিলেন হাসান নাসরুল্লাহ। সংগঠনের সেক্রেটারি জেনারেলের পদ সামলাতেন তিনি।

১৯৬০ সালে দরিদ্র পরিবারে জন্ম হয় হাসান নাসরুল্লাহ। ছোটবেলায় ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। হিজবুল্লায় যোগ দেওয়ার আগে জড়িয়ে পড়েন শিয়াদের আন্দোলনে।

শিয়াদের আন্দোলন চলাকালীন আধা সামরিক সংগঠনে যোগ দেন নাসরুল্লাহ। এর পর বিদ্যুৎ গতিতে উত্থান হতে থাকে তার। ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে নাসরুল্লাহ তৈরি হলে সশস্ত্র সংগঠনের শীর্ষপদে চলে আসেন তিনি।