লোহিত সাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-22 18:09:18

লোহিত সাগরে বার বার হামলায় অগ্নিদগ্ধ গ্রিসের একটি তেলবাহী জাহাজ থেকে ২৫ জন নাবিককে উদ্ধার করেছে ফ্রান্সের একটি ডেস্ট্রয়ার।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বার বার হামলায় গ্রিসের দ্য হাউসিয়ান নামে জাহাজটিতে আগুন ধরে যায়। এরপর ফ্রান্সের ড্রোনবাহী একটি জাহাজ দেখতে পেয়ে এর নাবিকদের উদ্ধার করে।

হামলার সময় জাহাজটি পশ্চিম ইয়েমেন থেকে ৭৭ নটিক্যাল মাইল (১শ ৪৩ কিলোমিটার) দূরে লোহিত সাগরে অবস্থান করছিল বলে গ্রিসের শিপিং মন্ত্রণালয় ও দ্য ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে।

এদিকে, ইউকেএমটিও জানিয়েছে, বার বার হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। এতে করে জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার দ্য ইউরোপীয়ান’স রেড সি নাভাল মিশন জানিয়েছে, খবর পেয়ে ফ্রান্সের ডেস্ট্রয়ারটি জ্বলন্ত জাহাজ থেকে ২৫ জন নাবিক উদ্ধার করতে সক্ষম হয়। ২৫ জন নাবিকের মধ্যে ২৩ জন ফিলিপিনো এবং দুইজন ছিলেন রাশিয়ান। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গ্রিসের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী ক্রিসটোঢার স্টাইলিয়ানিডেস এ ঘটনার নিন্দা করে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক জাহাজের জন্য বড় ধরনের হুমকি।

এ সম্পর্কিত আরও খবর