চীন সফরে যাচ্ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুলিভান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-23 20:45:12

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করা এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে।

শুক্রবার (২৩ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়া শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করতে পারেন। সম্ভাব্য সেই আলোচনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সুলিভান ২৭ থেকে ২৯ আগস্ট চীন সফর করবেন।

হোয়াইট হাউজ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস সফরের কথা প্রকাশ করেছে। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেননা, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়েরই চীনের বিরুদ্ধে, বিশেষত শুল্কের বিষয়ে কঠোর অবস্থান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর