মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন করে গণহত্যা চলছে: ব্লিনকেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-25 13:25:29

মানবাধিকার লঙ্ঘন করে মিয়ানমারে গণহত্যা চলছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, সেদেশে বিভিন্ন উপজাতি গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি রয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যার শিকার এ সব মানুষদের সবধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। মিয়ানমার এবং বাংলাদেশসহ এসব অঞ্চলে অবস্থানরত রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ৭ বছর ধরে এদের ২.৫ বিলিয়ন মানবিক সহায়তা করেছে।

গণহত্যার প্রমাণ্যতথ্য নথিবদ্ধ করা হচ্ছে উল্লেখ করে অ্যান্টনি ব্লিনকেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণ মানুষ ও রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা এবং মানবাধিকারের তথ্য-প্রমাণাদি সংগ্রহ করছে। আমরা সবপক্ষকে আহ্বান জানাচ্ছি যেন এসব নিরপরাধ মানুষদের জন্য গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ ভবিষ্যত বিনির্মাণ করে।

এ সম্পর্কিত আরও খবর