ইয়েমেন উপকূলে নৌকাডুবি: ১৩ জনের সলিল সমাধি, নিখোঁজ ১৪

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-25 16:44:16

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৩ জনের সলিল সমাধি হয়েছে এবং এখন পর্যন্ত আরো ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ আগস্ট) জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)-এর বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, আইওএম রোববার এক বিবৃতি জানায় যে, ইয়েমেনের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেলে নৌকায় থাকা ১৩ জনের সলিল সমাধি হয়েছে এবং আরো ১৪ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

সংস্থাটি জানায়, মঙ্গলবার নৌকাটি ইয়েমেনের উপকূলে বিধ্বস্ত হয়। নৌকাটি ডজিবৌটি থেকে রওয়ানা হয়েছিল। এতে তখন ২৫ জন ইথোপিয়ান এবং ২ জন ইয়েমেনি নাগরিক ছিলেন।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২০ আগস্ট) দুবাব জেলার বানি আল-হাকাম উপজেলার কাছাকাছি নৌকাটি ডুবে যায়। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং দুই নারী ছিলেন বলে জানিয়েছেন ইয়েমেনি ক্যাপ্টেন এবং তার সহযোগী। তবে কী কারণে নৌকাটি বিধ্বস্ত হয়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ইয়েমেনের আইওএমের প্রধান ম্যাট হাবার জানিয়েছেন, এ রুটে চলাচলকারী অভিবাসীদের জন্য এটি একটি মর্মান্তিক ঘটনা। এর আগেও জুন ও জুলাই মাসে একইভাবে বিধ্বস্ত হয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর