ভারতের গোলযোগপূর্ণ মনিপুর রাজ্যে রাতে অস্ত্রাগার লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার (৭ আগস্ট) রাতে কিছু দুষ্কৃতকারী মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের ইম্ফল পূর্ব জেলায় দুটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল। কিন্তু সম্মিলিত নিরাপত্তা বাহিনী তা ব্যর্থ করে দেয়। খবর-এনডিটিভি
পুলিশের একজন সিনিয়র অফিসার বলেছেন, কিছু দুষ্কৃতকারী ৭তম এবং ২য় মণিপুর রাইফেলস ব্যাটালিয়ন থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল, কিন্তু সম্মিলিত নিরাপত্তা বাহিনী সফলভাবে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
মণিপুর পুলিশ এক্স-এর একটি পোস্টে বলেছে, 'জনতাকে ছত্রভঙ্গ করার সময়, দুর্বৃত্তদের কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরে, যখন রিইনফোর্সমেন্ট পার্টি ফিরে আসছিল, তখন দুর্বৃত্তরা তাদের উপর গুলি চালায়, যাতে দুই পুলিশ সদস্য আহত হয়।'
এতে আরও বলা হয়, 'ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।'
গত বছরের মে মাসে মণিপুরে জাতিগত সহিংসতা শুরুর পর, সহিংস জনতা মণিপুর পুলিশের অস্ত্রাগার এবং জেলা জুড়ে অন্যান্য নিরাপত্তা পোস্ট থেকে চার হাজারেরও বেশি অত্যাধুনিক অস্ত্র এবং লক্ষাধিক গোলাবারুদ লুট করেছে।
নিরাপত্তা বাহিনী পরে বিপুল পরিমাণ লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।