ভিয়েতনামের উত্তরাঞ্চলে সুপার টাইফুন 'ইয়াগি'র আঘাতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৭৮ জন। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে এটি আঘাত হানে। খবর বিবিসি।
ইন্দো-প্যাসিফিক ট্রপিক্যাল ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রবল বাতাস ও উড়ন্ত ধ্বংসাবশেষ ভবন এবং যানবাহনের ক্ষতি করেছে। রাজধানী হ্যানয়ে গাছ ভেঙে ও উপড়ে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয় ও জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ঝড়টি কোয়াং নিন প্রদেশের বাড়িগুলোর স্টিলের ছাদ ভেঙ্গে পড়ে তিন বাসিন্দার মৃত্যু হয়েছে।