সিরিয়ায়ার হামা প্রদেশের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে বলে জানা গেছে। এর আগে এই নিহতের সংখ্যা ৫ এবং আহত ১৯ জন বলে উল্লেখ করা হয়েছিল।
সোমবার (৯ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল সিরিয়ার বার্তাসংস্থা সানা’র বরাত দিয়ে এ খবর জানায়।
সানা এক মেডিকেল সূত্রে জানায়, ইসরায়েলের ‘আগ্রাসনে’ মাসিয়াফের ভিসিনিটিতে ১৪ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৪৩ জন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়ার মাসিয়াফের সেনাঘাটি লক্ষ করে হামলা করেছে। এতে ১৪ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন।