দক্ষিণ লেবাননে আরও ইসরায়েলি সৈন্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বুধবার (২ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকালে ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে আরও সৈন্য মোতায়েন করা হচ্ছে।
আইডিএফ আরও জানায়, ওই অঞ্চলের ২৮টি গ্রামের লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নিলে ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।
এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছুড়ে তেহরান। মিসাইল আটকাতে আয়রন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করলেও অনেক মিসাইল সরাসরি আঘাত হেনেছে। এসব মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে ইসরায়েল আবার কিছু মিসাইল আটকে দিতেও সমর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।