ইরানের পর ইসরায়েলে রকেট হামলা হুতিদের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার ইরানের পর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২ অক্টোবর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, হুতি মিলিশিয়া তিন ডানা বিশিষ্ট কুদস-৫ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক চৌকিকে লক্ষ্যবস্তু করেছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন ইসরায়েলকে "আগুনের নিচে" ফেলেছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছুড়ে তেহরান। মিসাইল আটকাতে আয়রন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করলেও অনেক মিসাইল সরাসরি আঘাত হেনেছে। এসব মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে ইসরায়েল আবার কিছু মিসাইল আটকে দিতেও সমর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।