লেবাননের মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল রাতে মধ্য বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৮ জন আহত হয়েছেন।
এতে গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে বলেও জানানো হয়।
হিজবুল্লাহ এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে দক্ষিণ লেবাননে তীব্র যুদ্ধ চলমান রয়েছে। এ ঘটনায় ইসরায়েলের অন্তত আট সৈন্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল।
এদিকে, লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ফলে ১ হাজার ৮৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ১৩৪ জন।
এছাড়াও দেশটি থেকে বাস্তুচ্যুতের সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়ে গেছে। এদের মধ্যে এক লাখ ৫৫ হাজার ৬০০ জন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।