থাইল্যান্ডের চিয়াং মাইতে বন্যায় নিহত ৩

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-07 12:15:26

থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাইতে প্রবল বন্যায় ৩ জন নিহত হয়েছেন। ৫০ বছরের মধ্যে এটাই ছিল সবচাইতে ভয়াবহ বন্যা।

সোমবার (৭ অক্টোবর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল এ খবর জানায়।

খবরে বলা হয়, ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যায় থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাইতে ৩ জন নিহত হয়েছেন। শহরের পাশ দিয়ে বয়ে চলা পিং নদীর পানির উচ্চতা শনিবার ৫.৩০ মিটার (১৭.৫ ফুট) বেড়ে গেলে শহরে বিপর্যয় নেমে আসে।

এ সময় শহরের অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। ট্রেন লাইন পানির নিচে চলে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিভিন্ন হোটেলে অবস্থানরত পর্যটকদের ট্রাকে করে উদ্ধার করে অন্যখানে নিয়ে যাওয়া হয়।


পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও হাতিকে উদ্ধার কাজে ব্যবহার করা হয়েছে।

জনস্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা সারিডেট চারোয়েনচাই বলেছেন, চিয়াং মাইয়ে বন্যার কারণে মোট ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আরেক মাটি ধসে নিহত হয়েছেন।

তিনি বলেন, ৮০ জনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার কারণে অনেক মেডিকেল সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছে।

দ্য ডিপার্টমেন্ট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন রোববার জানায়, থাইল্যান্ডের ৭৬টি প্রদেশের মধ্যে ২০টি প্রবল বন্যায় পড়েছে।

এ ছাড়া ভারী বৃষ্টির কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যার আশঙ্কায় বেশ কিছু বাঁধ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর