ইসরায়েলের বন্দর নগরী হাইফায় হিজবুল্লাহর হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলে ড্রোন হামলার পর এবার দেশটির বন্দর নগরী হাইফাতে রকেট হামলা করেছে হিজবুল্লাহ।

সোমবার (৭ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার পর প্রথমবারের মতো ইসরায়েলের বন্দর শহর হাইফাতে রকেট হামলা করেছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, এই হামলার কারণে হাইফায় অন্তত ১০ জন আহত হয়েছে। দেশটির গণমাধ্যম আরও জানিয়েছে, লেবানন থেকে ছোড়া ৫টি রকেট হাইফা শহরের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি বাড়ি, একটি রেস্তোরা ও একটি প্রধান সড়কে রকেটগুলো আঘাত হেনেছে।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা আরো তীব্র হয়েছে লেবাননে। একের পর এক বিস্ফোরণে বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চল ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে প্রতিনিয়ত।

আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসায়েলের হামলায় কয়েক ডজন লেবানিক নিহত ও আহত হয়েছে।