লেবানন ছেড়ে যাচ্ছেন তুরস্কের ২ হাজার নাগরিক। তাদের ফিরিয়ে আনতে দুটো জাহাজ লেবাননের উদ্দেশে রওয়ানা হয়ে যাবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে থাকা ২ হাজার নাগরিক বুধবার সে দেশ ত্যাগ করবেন।
লেবাননে নতুন করে ব্যাপকভাবে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে অনেক দেশ সেখান থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে গেছে। এবার তুরস্কও এ উদ্যোগ গ্রহণ করলো।
মঙ্গলবার (৮ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে ২ হাজার নাগরিককে ফিরিয়ে আনতে তাদের নৌবাহিনীর দুটো জাহাজ মঙ্গলবার দক্ষিণ তুরস্কের মেরসিন থেকে লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশে রওয়ানা হবে।
লেবাননের তুরস্কের কনস্যুলেটের হিসাবমতে, অন্তত ১৪ হাজার তুরস্কের নাগরিক লেবাননে অবস্থান করছেন।
এছাড়া তৃতীয় কোনো দেশের নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে নিতে ইতোমধ্যে তুরস্ক একটি নীতিমালা তৈরি করেছে। অন্তত ২০টি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তুরস্ক এ নীতিমালা তৈরি করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।