লেবাননে জরুরি ওষুধ সামগ্রী পাঠাচ্ছে চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুদ্ধপীড়িত লেবাননে জরুরিভাবে ওষুধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন।

সম্প্রতি, লেবাননে ব্যাপকভাবে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল। এরপর সে দেশ থেকে এ বিষয়ে অনুরোধ আসার পর চীন এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ অক্টোবর) চীনের বৈদেশিক ত্রাণ সহায়তা সংস্থার বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আসরাক আল-আসওয়াত এ খবর জানায়।

খবরে বলা হয়, ইসরায়েল লেবাননে ব্যাপকভাবে হামলা শুরু করার পর সেখানে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে করে সে দেশে জরুরি ওষুধ সামগ্রীর সংকট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সে সংকট মোকাবিলা করতে লেবানন চীনের কাছে জরুরি ওষুধ সামগ্রী সরবরাহের অনুরোধ জানিয়েছে। সে অনুরোধে সাড়া দিয়ে চীনের বৈদেশিক ত্রাণ সহায়তা সংস্থা জরুরিভাবে এ সব সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এবিষয়ে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি’র মুখপাত্র লিং মিং এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপকভাবে যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

লেবানন সরকারের অনুরোধের প্রতি সাড়া দিয়ে জরুরি ওষুধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এদিকে, হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের একবছর পূর্তিতে ইসরায়েল নতুন করে লেবাননের হিজবুল্লাহর ঘাঁটির ওপর হামলা আরো জোরালো করেছে।

অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।