তিন সপ্তাহে লেবাননের ৪ লাখ শিশু বাস্তুচ্যুত, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সতর্কতা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-16 02:36:07

লেবাননে ইসরায়েলি হামলা এখনো চলমান। এ হামলায় প্রতিনিয়ত নিহত হচ্ছেন লেবানিজ নাগরিক। প্রাণ ভয়ে নিজ বাসভূমি ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ বাসিন্দা। এর মধ্যে উদ্বেগের এক খবর জানিয়েছে জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ। 

ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাচ্ছে উল্লেখ করে সংস্থাটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর টেড চাইবান সতর্ক করে জানান, গত তিন সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে লেবানন থেকে ৪ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। এতে ছোট দেশটিতে ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। খবর এপি।

তিনি জানান, এ সময়ের মধ্যে বাড়িঘর ছেড়েছেন ১২ লাখ মানুষ। এর মধ্যে বেশিরভাগই রাজধানী বৈরুত ও দেশটির উত্তর অঞ্চলের বাসিন্দা।

মানবিক কর্মকাণ্ডের জন্য ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর টেড চাইবান, বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়ার জন্য সেখানকার আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুলগুলো পরিদর্শন করেছেন। 

বৈরুতে এপিকে চাইবান বলেছেন, "আমাকে যেটা আঘাত করেছে তা হল এই যুদ্ধের বয়স তিন সপ্তাহ এবং এতে অনেক শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।"

"আজ আমরা এমন একটি দেশে বসে আছি যেখানকার ১২ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত। তাদের স্কুলগুলোকে এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাওয়া। শুধু এরা নয় সিরিয়ান ও ফিলিস্তিনি শিশুরাও শিক্ষা ঝুঁকিতে রয়েছে"- চইবান বলেছেন।

চাইবান জানান, গত তিন সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিকের বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৮০০ এর বেশি।

উল্লেখ্য, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত মাসে লেবাননে ২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর