হামাসের কাছে আটক প্রত্যেক ইসরায়েলি বন্দিকে মুক্তির জন্য ‘৫ মিলিয়ন ডলার’ অফার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (১৯ নভেম্বর) গাজায় একটি সংক্ষিপ্ত সফরের সময় এই পুরস্কারের ঘোষণা করেন তিনি। খবর আল জাজিরা।
নেতানিয়াহু বলেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে প্রত্যেক বন্দি মুক্তির জন্য ‘পাঁচ মিলিয়ন ডলার’ পুরস্কার পাবে। এছাড়াও বন্দি মুক্তিদাতা ও তাদের পরিবারের লোকদের গাজা থেকে বের হওয়ার ক্ষেত্রে ‘নিরাপদ পথের’ উপায় খুঁজে পাবে।
তিনি আরও বলেন, "এই সিদ্ধান্ত গ্রহণ আপনার ওপর কিন্তু ফলাফল একই হবে। আমরা বন্দিদেরকে ফিরিয়ে আনবো।"
ইসরায়েল কর্তৃপক্ষ ধারণা করছে এখনো ১০১ জন গাজায় বন্দি রয়েছে। যদিও সেই সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এখন মারা গেছে বলেও তাদের বিশ্বাস।
বন্দিদের পরিবার নেতানিয়াহুকে বারবার চাপ দিচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য। যাতে জিম্মিরা মুক্তি পায়।
তবে নেতানিয়াহু বলেছেন, বন্দিদের মুক্ত করার একমাত্র উপায় একটি সামরিক অভিযান। সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকবে।