রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র-স্পেন
রাশিয়ার সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ও স্পেন।
বুধবার (২০ নভেম্বর) বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দূতাবাস দুটি বন্ধ ঘোষণা করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অভ্যন্তরে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন।
স্প্যানিশ দূতাবাস বলছে, ইউক্রেনজুড়ে বিমান হামলার ঝুঁকি বৃদ্ধির কারণে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। স্প্যানিশ নাগরিকদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
এদিকে, ইতালি ও গ্রিসও ঘোষণা করেছে কিয়েভে তাদের দূতাবাস বন্ধ থাকবে।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই গতকালের এ হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমান হামলাজনিত সতর্কসংকেত ঘোষণা করা মাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস।