প্রতি বছর ৩ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে স্পেন। আগামী তিন বছর এই সুযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির অভিবাসনমন্ত্রী এলমা সাইজ। প্রতিবেদন-এপি।
বৈধতার পাশাপাশি তারা কাজের সুযোগ অর্থাৎ ওয়ার্ক পারমিটও পাবেন। রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসী-বিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত, দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে, তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট দেয়া হবে।
যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জন্মহার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ দেশটির সাধারণ জনগণ কীভাবে নেবেন, সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
উল্লেখ্য, উন্নত জীবনের আশায় প্রতিদিন বিমান, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসনপ্রত্যাশী পাড়ি জমান স্পেনে। চলতি বছরেও সরকারি হিসাব অনুযায়ী, প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি, তার মধ্যে স্পেন অন্যতম। এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার।