২২ মন্ত্রী নিয়ে মোদির নবযাত্রা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 02:14:01

ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র দামোদার দাস মোদি। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন তাঁর মন্ত্রিসভার ৫৮ জন সদস্য। এর মধ্যে ২৩ জন পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন।

পূর্ণমন্ত্রীর মধ্যে নতুন মুখ সাতটি। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি সভাপতি অমিত অনিলচন্দ্র শাহ। ‘শারীরিক অসুস্থতা’র কারণে বাদ দেওয়া হয়েছে অরুণ জেটলি আর সুষমা স্বরাজের মত হ্যাভিওয়েট নেতাকে। আরও বাদ পড়েছেন সুরেশ প্রভু, জে পি নাড্ডা, উমা ভারতী, মেনকা গান্ধী, অনন্ত গীতের মতো ব্যক্তিরাও।

মন্ত্রীরা হলেন-

১. নরেন্দ্র মোদি

২. অমিত শাহ

৩. পীযূষ গয়াল

৪. প্রকাশ জাভড়েকর

৫. হর্ষ বর্ধন

৬. স্মৃতি জুবিন ইরানি

৭. অর্জুন মুণ্ডা

৮. এস জয়শঙ্কর

৯. রবিশঙ্কর প্রসাদ

১০. নির্মলা সীতারমণ

১১. সদানন্দ গৌড়া

১২. নীতীন গডকড়ী

১৩. রাজনাথ সিংহ

১৪. অর্জুন রাম মেঘওয়াল

১৫. গজেন্দ্র সিংহ শেখাওয়াত

১৬. মুক্তার আব্বাস নকভি

১৭. ধর্মেন্দ্র প্রধান

১৮. থবর চন্দ গহলৌত

১৯. হরসিমরত কউর বাদল

২০. অরবিন্দ সবন্ত

২১. সুরেশ প্রভু

২২. উমা ভারতী

২৩. রামবিলাস পাসোয়ান


বিজেপির মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীরা হলেন-

১. গিরিরাজ সিংহ

২. মহেন্দ্রনাথ পাণ্ডে

৩. প্রহ্লাদ যোশী

৪. রমেশ পোখরিয়াল নিশান্ত

৫. নরেন্দ্র শঙ্কর প্রসাদ

৬. প্রতাপ কুমার ষড়ঙ্গী

৭. রামেশ্বর তেলি

৮. সোম প্রকাশের

৯. রেণুকা সিংহ

১০. বি মুরলীধরন

১১. রতন লাল কাটারিয়া

১২. নিত্যানন্দ রায়

১৩. সুরেশচন্দ্র বসপ্পা

১৪. অনুরাগ ঠাকুর

১৫. সঞ্জয় ধোত্রে

১৬. সঞ্জীব বালিয়ান

১৭. বাবুল সুপ্রিয়

১৮. সাধ্বী নিরঞ্জন জ্যোতি

১৯. রামদাস অটওয়ালে

২০. পুরুষোত্তম রূপালা

২১. জি কিষান রেড্ডি

২২. রাও সাহেব দানবে

২৩. কৃষ্ণ পাল গুর্জর

২৪. ভি কে সিংহ

২৫. অশ্বিনী কুমার চৌবেও

২৬. ফগ্গন সিংহ কুলস্তে

২৭. মনসুখ মাণ্ডব্য

২৮. হরদীপ সিংহ পুরী

২৯. রাজকুমার সিংহ

৩০. প্রহ্লাদ সিংহ প্যাটেল

৩১. কিরেণ রিজিজু

৩২. জিতেন্দ্র সিংহ

৩৩. শ্রীপদ যশোনায়ক

৩৪. ইন্দ্রজিৎ সিংহ

৩৫. সন্তোষ কুমার গাঙ্গোয়ার

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন: শপথ নিলেন মোদি

এ সম্পর্কিত আরও খবর