কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চান সিনেটররা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 00:27:09

কাশ্মীরের সংকট নিরসনে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন মার্কিন সিনেটররা।

গত বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) ট্রাম্পের নিকট এ সংক্রান্ত চিঠি প্রেরণ করেন সিনেটররা।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’চিঠি সম্পর্কে এক প্রতিবেদনে বলে, চিঠিতে তারা এই উপত্যকায় যোগাযোগ ব্যবস্থার উপর থেকে অবরোধ, কারফিউ এবং ৩৭০ ধারা বাতিলের পর আটককৃতদের মুক্তি দিতে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে প্রেসিডেন্টকে আহবান জানান।

সিনেটররা বলেন, এই সংকট নিষ্পত্তি করার জন্য আমেরিকা "গঠনমূলক ভূমিকা" পালন করতে পারে।

মার্কিন সিনেটর বব ক্যাসি বলেছেন, 'কাশ্মীরের মর্যাদা বাতিলে ভারতীয় সিদ্ধান্তের কারণে উপত্যকাটিতে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। এতে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'

এ সিদ্ধান্তের ফলে জম্মু ও কাশ্মীরের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তিনি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে ট্রাম্প কাশ্মীর ইস্যুতে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানকে সমস্যার সমাধান করার জন্য তাগিদ দেন। দুই দেশ চাইলে মধ্যস্থতারও আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

এ সম্পর্কিত আরও খবর