জব্দ ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ছেড়ে দেবে ইরান

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 05:23:29

উপসাগরীয় এলাকায় জব্দ করা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইম্পেরোকে শিগগিরই মুক্ত করে দেবে ইরান। রোববার(২২ সেপ্টেম্বর) ফার্স নিউজকে এমন তথ্য দেয় ইরানি নৌ বাহিনীর এক কর্মকর্তা। তবে কখন, কবে ট্যাংকারটি ছেড়ে দেওয়া হবে এমন কিছু নিশ্চিত করে বলেননি তিনি।

এর আগে নৌযানটির প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী 'এরিক হ্যানেল' এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, 'আমরা আজ সকালে এই তথ্য পেয়েছি। যা দেখে মনে হচ্ছে তারা কয়েক ঘণ্টার মধ্যে স্টেনা ইম্পেরোকে ছেড়ে দেবে।'

হরমুজ প্রণালী থেকে ১৯ জুলাই জাহাজটিকে আটক করে ইরানি নৌবাহিনী। ইরানের অভিযোগ, ট্যাংকারটি নৌ চলাচল নীতিমালা লঙ্ঘন করেছে।

ট্যাংকারের সাথে আটক করা হয় ২৩ ক্রু মেম্বারকে। তবে ৪ সেপ্টেম্বর সাতজনকে মুক্ত করে দেওয়া হয়। 

এর দুই সপ্তাহ আগে জিব্রাল্টার থেকে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল পরিবহনের অভিযোগ আনা হয় ওই নৌযানটির বিরুদ্ধে। কিন্তু ব্রিটেন ইরানি জাহাজটি আগস্টে মুক্তি করে দেয়।

তবে স্টেনা ইম্পেরোকে প্রতিশোধমূলক কারণে জব্দ করা হয়নি বলে দাবি করে আসছে ইরান।

 

এ সম্পর্কিত আরও খবর