নেতানিয়াহুকে হঠাতে গ্যান্টজকে সমর্থন দিচ্ছে আরব পার্টি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 04:57:31

প্রধানমন্ত্রী হিসেবে বেনি গ্যান্টজের নাম প্রস্তাব করেছে ইসরায়েলের আরব পার্টি। রোববার (২২ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তার নামের প্রস্তাব দেয় সংগঠনটি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দলটির নেতা আয়মান ওদেহ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী হিসেবে বেনি গ্যান্টজের নাম সুপারিশ করেছি। আমরা বৈধ রাজনীতি এবং নেতানিয়াহু সরকারের অবসান ঘটাতে চাই।’

ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান সামরিক দখলের আদর্শিক প্রতিবাদ হিসেবে দলটি গ্যান্টজকে সমর্থন দিচ্ছে। ১৯৯২ সালের পর, এই প্রথম কোনো আরব রাজনৈতিক গোষ্ঠী প্রধানমন্ত্রীর পক্ষে সমর্থন জানাল।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বরের দেশটির দ্বিতীয় দফা নির্বাচনে এককভাবে কোনো দল সরকার গঠন করতে পারেনি। নির্বাচনে গ্যান্টজের দল ব্লু ও হোয়াইট পেয়েছে ৩৩টি আসন এবং নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ৩১টি আসন। আর নির্বাচনে তৃতীয় স্থানে থাকা আরব পার্টি পেয়েছে ১৩টি আসন। দেশটিতে ক্ষমতায় যেতে হলে যেকোনো দলকে ৬১টি আসন পেতে হবে।

এ সম্পর্কিত আরও খবর