ইরানের আদালতে সিআইএ’র গুপ্তচরের মৃত্যুদণ্ড

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-23 02:41:17

গুপ্তচরবৃত্তির অপরাধে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এক গুপ্তচরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরানের একটি আদালত।

একই অপরাধে আরো দুই মার্কিন গুপ্তচর এবং এক ব্রিটিশ গুপ্তচরকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি এ তথ্য জানান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম প্রকাশ করা হয়নি।

গোলাম হোসেইন ইসমাইলি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এ রায় দেওয়া হলো। এর ফলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করছেন কূটনীতি বিশ্লেষকরা।

এ সম্পর্কিত আরও খবর