সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 22:23:50

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনারা। এরই মধ্যে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধ বিমান সিরিয়ার উত্তর-পূর্বঞ্চালে বোমা হামলা করেছে।

বুধবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানের টুইট বার্তায় জানিয়েছেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি টুইট বার্তায় বলেন, সিরিয়ার লোকজনকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করবো। সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের উচ্ছেদ করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান। একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে শরণার্থীদেরকে ঘরে ফিরতে সহায়তা করবে বলেও তার বার্তায় জানান তিনি।

এ নিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আল হাসাকা প্রদেশের রাস আল আইন শহরে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে তুরস্কের সেনারা।

এদিকে বোমা হামলার ঘটনায় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলেও জানানো হয়। এ ঘটনায় স্থানীয়রা নিজেদের বাঁচাতে এলাকা ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর