ট্রাম্পকে স্কচ-হুইস্কির ওপর শুল্ক প্রত্যাহারের অনুরোধ জনসনের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 02:18:46

ইউরোপীয় দেশগুলো থেকে আমদানিকৃত স্কচ-হুইস্কির ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক প্রত্যাহার করতে ট্রাম্পকে অনুরোধ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকালে এই অনুরোধ করেন বরিস জনসন।

মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এক বিবৃতিতে একথা জানান।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপকালে জনসন ট্রাম্পকে ইউরোপ থেকে আমদানিকৃত গাড়ি ও স্কচ-হুইস্কির ওপর আরোপিত নতুন শুল্ক প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছেন।

তবে দুই নেতার মধ্যে বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে কোনও সুনির্দিষ্ট বিবরণ দেয়নি হোয়াইট হাউস।

হোয়াইট হাউস থেকে বলা হয়, ফোনালাপকালে দুই নেতা যুক্তরাজ্য ইইউ ছাড়ার পরে দেশটির সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি করেন। এ সময় ট্র্যাম্প ন্যাটো মিত্রদের তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে তহবিল সরবরাহ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

উল্লেখ্য, গত মাসে ইউরোপ থেকে আমদানিকৃত স্কচ-হুইস্কির ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এছাড়া ট্রাম্প প্রশাসন ইইউ থেকে যানবাহন এবং যন্ত্রাংশে ২৫ শতাংশ বেশি শুল্ক আরোপের হুমকি দেন।

এ সম্পর্কিত আরও খবর