সোলাইমানির মৃত্যুতে ইসরায়েলে সতর্কতা জারি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 09:20:17

ইরানের কুদস বাহিনীর প্রধান ও দ্বিতীয় সর্বোচ্চ নেতা কাসিম সোলাইমানির মৃত্যুতে হামলার আশংকায় সতর্কতা জারি করেছে ইসরায়েল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা কর্মকর্তারা এক বৈঠক করার পর এই সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: সোলাইমানিকে হত্যা করে পথের কাঁটা সরাল যুক্তরাষ্ট্র

সোলাইমানি হত্যার প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দেশটির সামরিক ও সুরক্ষা বাহিনীর প্রধানদের তেল আবিবে ঢেকে পাঠান। সেখানে তাদের সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

আর সতর্কতার জন্য এথেন্স সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে গ্যাস পাইপলাইনের চুক্তি করতে যায়।

আরও পড়ুন: সোলাইমানি হত্যায় তেলের বাজারে ধাক্কা

এছাড়া দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সারা বিশ্বে থাকা ইসরায়েলের দূতাবাসে ইরানি হামলার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত নেতানিয়াহু সোলাইমানির হত্যা নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এছাড়া সংবাদ মাধ্যমটি আরও জানায়, বিষয়টি নিয়ে মন্ত্রীদের কোনো মন্তব্য করতে বারণ করেছেন তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি কে জানায়, নিরাপত্তার জন্য গোলান মালভূমিতে স্কি রিসোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে'

এ সম্পর্কিত আরও খবর