ইরানের দ্বিতীয় শীর্ষ নেতা ও কুদস বাহিনীর প্রধান কাসিম সোলাইমানি হত্যার প্রতিশোধ না নিতে ইরানকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সাবেক কূটনীতিক আমির আল-মুসাভির একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আল সাবাহ।
আল সাবাহ তাদের প্রতিবেদনে জানায়, ইরানের সাবেক কূটনীতিকের কাছে এক আরব মধ্যস্থতাকারী এই প্রস্তাব দিয়েছে। ওই মধ্যস্থতাকারী মুসাভিকে অনুরোধ করে বলেন, আমেরিকা যে অপরাধ করেছে তার জন্য ইরান যেন কোনো প্রতিশোধ না নেয়। আর এর প্রক্ষিতে আমেরিকা ইরানের ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।
আরও পড়ুন: মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র: বছরের সূচনালগ্নেই যুদ্ধের ঘণ্টা?
তবে আমেরিকার এই প্রস্তাব ইরান মেনে নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুসাভি।
আল সাবাহকে দেওয়া সাক্ষাৎকারে মুসাভি বলেন, আমি মনে করি, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ইরানের ক্ষোভ প্রশমিত করবে না। কারণ আমেরিকা এ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছে, তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। এ মুহূর্তে আমেরিকা শুধুমাত্র ইরানের ক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রসঙ্গত, শুক্রবার বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করা হয়। সোলাইমানি মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: 'মধ্যপ্রাচ্যে আর যুদ্ধ সামলাতে পারবো না'
ঘটনার পর সব মার্কিন নাগরিককে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। সোলাইমানি হত্যায় কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এদিকে বাগদাদে কাসিমের জানাজার পর ওই অঞ্চলে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।