সারাবিশ্ব আমাদের একসঙ্গে দেখতে চায়

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-24 14:43:13

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, সারাবিশ্ব আমাদের একসঙ্গে দেখতে চায়। দুই দেশের মধ্যে যে বৈঠক শুরু হয়েছে এটাই হলো সবচেয়ে ভালো দিক।  

সোমবার (১৬ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই বিশ্ব নেতার এ বৈঠকে  ট্রাম্প এ মন্তব্য করেন।

নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে স্থানীয় সময় দুপুর ২টায় বৈঠকটি শুরু হয় ।

হেলসিংকির প্রেসিডেনশিয়াল প্যালেসে দুই নেতার আলোচনা অনুষ্ঠানে রয়েছে বিশ্ব মিডিয়ার নজর।

বৈঠকের শুরুতে ট্রাম্প-পুতিন কয়েক সেকেন্ড ধরে হাত মিলান।

বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছেন, রাশিয়া নয় যুক্তরাষ্ট্রের বোকামীর জন্যই দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় এসেছে।

রাশিয়ার পক্ষ থেকে এক টুইটারবার্তায় ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে লেখা হয়েছে, ‘আমরা একমত।’ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্প পুতিন সম্মেলনে নির্ধারিত কোনও বিশেষ ইস্যু নেই। মূলত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই চেষ্টা করবেন দুই দেশের নেতা। 

এ সম্পর্কিত আরও খবর