'এ লো আজাদি' বলে জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর গুলি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 21:30:16

ভারতের রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে নাগরিকত্ব বিল (সিএএ) নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামিয়ার শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাজঘাটে মিছিল নিয়ে যাওয়ার লক্ষে জড়ো হচ্ছিল। এ সময় গুলি চালায় এক বন্দুকধারী। গুলি চালানোর সময় ওই বন্দুকধারী বলতে থাকেন 'এ লো আজাদি' (এই নে স্বাধীনতা) বলে চিৎকার করতে থাকেন।

এদিকে গুলি চালানোর সময় পুলিশ উপস্থিত ছিলো বলে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। আর ঘটনাস্থলে অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আর গুলিবিদ্ধ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, এই ঘটনা ঘটার আগে অভিযুক্ত ওই বন্দুকধারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ (সরাসরি সম্প্রচার) করছিলেন।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অনুরাগ ঠাকুর দিল্লিতে সিএএ বিক্ষোভকারীদের বিরুদ্ধে 'গুলি করে মারো শালাদের' স্লোগান দেওয়ার কয়েকদিন পরেই এ ঘটনা ঘটলো।

এ সম্পর্কিত আরও খবর