‘অন অ্যারাইভাল’ ভিসায় উমরাহ করতে পারবে ভারতীয়-পাকিস্তানিরা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:07:45

ভারত ও পাকিস্তানকে ‘অন অ্যারাইভাল’ এক বছরের ভিসা দিবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এছাড়া যাদের পাসপোর্টে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেনের সিল রয়েছে তাদেরকেও এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা (বহুবার প্রবেশ) দিবে সৌদি সরকার।

সৌদি কর্তৃপক্ষের বরাতে এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজ তাদের প্রতিবেদনে জানায়, মাল্টিপল ভিসার মেয়াদ থাকবে এক বছর ও এই সময়ের মধ্যে ভিসা প্রাপ্তি লোকজন উমরাহ করতে পারবেন। তবে তাদের হজ করার অনুমতি দেওয়া হবে না।

সৌদি আরবের যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে আগত দর্শনার্থীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তার জন্য তাদের ক্রেডিট কার্ডে করে প্রায় ২৪ হাজার টাকা জমা দিতে হবে। নগদ টাকায় ভিসা পাওয়া যাবে না। ভিসা পাওয়ার পর সৌদিতে প্রবেশের পর প্রতিবার ৯০ দিন করে থাকা যাবে। আর ভিসার মেয়াদ থাকাকালীন সময় একাধিকবার সৌদিতে প্রবেশ করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর