ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সংবাদ সম্মেলনে অংশ নেওয়া দুজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে তাদের শারীরিক পরীক্ষা করলে তাদের দেহে ভাইরাসটি পাওয়া যায়।
ইসরায়েল পন্থী লবিং গ্রুপের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনটি করেন মাইক পেন্স। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও ডজেনখানেক অনেক আইন প্রণেতা উপস্থিত ছিলেন।
আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) এক মেইল বার্তায় জানায়, আক্রান্ত হওয়া ওই দুই ব্যক্তি ১-৩ মার্চ নিউইয়র্ক ভ্রমণ করেছিল।
শুক্রবার নিউইয়র্কের করোনায় আক্রান্ত ২২ জনকে শনাক্ত করা গেছে। যার ফলে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ এ দাঁড়িয়েছে।