বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে একটি ‘বিপজ্জনক গোষ্ঠী’ গড়ে ওঠার কথা বলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেন তার ১৫ মিনিটের প্রাইমটাইমে দেওয়া বিদায়ী ভাষণে বলেন, আজ আমেরিকায় বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি বিজ্জনক গোষ্ঠী বিকশিত হচ্ছে, প্রকৃতভাবে তা যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রণের জন্য হুমকিস্বরূপ। গোটা কয়েক ধনী লোকের হাতে এমন ক্ষমতা থাকা দেশের জন্য ভয়াবহ।
ভাষণে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, স্বল্পসংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ’ হচ্ছে, যদি তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তবে বিপজ্জনক পরিণতি বরণ করতে হবে।
বাইডেন বলেন, '২৪এর নির্বাচনে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এর মালিক, ইলন মাস্ক ট্রাম্পকে জয়ী করতে সাহায্য করার জন্য এক চতুর্থাংশ বিলিয়ন ডলার খরচ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ট্রাম্পের উদ্বোধনে প্রচুর পরিমাণে অনুদান দেওয়ার কথাও বলেন তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে এই প্রভাবশালী শক্তি ও প্রতিষ্ঠানগুলো।
ভাষণে বাইডেন ফিলিস্তিনের গাজায় ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি তার অবদান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির বিষয়ে গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে, তা তার প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করেই বাস্তবায়িত হচ্ছে।
শেষে তিনি আমেরিকানদের তাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেইসঙ্গে জনগণকে সকল খারাপ কিছু প্রতিহত করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেন।
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন।