যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। শনিবার (৭ মার্চ) একদিনে ৪৩ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।
এর আগে শুক্রবার যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছে। এপর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ২ জন। এখন পর্যন্ত যুক্তরাজ্যে ২১ হাজার ৬৬৬ জনের মধ্যে ২১ হাজার ৪৬০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
চীনের বাইরে ৮৮টি দেশ করোনায় আক্রান্ত হয়েছে। মোট রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় এসব দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭২৭ জন। আর সর্বমোট মারা গেছে ৩৩৫ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৯ জন।
করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। চীনে করোনা রোগীর মৃত্যু সংখ্যা ৩ হাজার ৪৫ জন।