করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের নাগরিকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কাতার সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্তৃপক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
৯ মার্চ থেকে এ সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ঘোষণা থেকে জানা যায়।
সাময়িক নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হল, চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ড।
এদিকে ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে কাতার এয়ারওয়েজ ইতালির সঙ্গে সমস্ত ফ্লাইট বাতিল করেছে।
এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনায় আক্রান্ত ১৫ জনকে শনাক্ত করা গেছে। এর মধ্যে রোববার নতুন করে দুইজনকে শনাক্ত করা হয়েছে।