দুবাইয়ে নতুন করে ১৪ জন আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে। এর মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। যা নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।
বিবৃতিতে স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জানায়, নতুন করে ১৪ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা গেছে। এর মধ্যে আমিরাতের ৪, ইতালির ৩, বাংলাদেশি ২, নেপালি ২, রাশিয়ার ১, ভারতের ১ ও সিরিয়ার ১ জন নাগরিক রয়েছে।