যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমিত জাহাজ গ্র্যান্ড প্রিন্সেসের যাত্রীদের নামার অনুমতি প্রদান করা হয়েছে। গত ৫ দিন ধরে জাহাজটি সান ফ্রান্সিসকো বন্দরে অপেক্ষা করার পর যাত্রীদের এই অনুমতি দেওয়া হয়।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমগুলো যাত্রীদের নেমে আসার বিষয়টি নিশ্চিত করে।
এই জাহাজে ভ্রমণ করা এক যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরপরই জাহাজটি আটকে দেয় মার্কিন প্রশাসন। এরপর আরও ২১ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে ১৯ জন যাত্রী ও ২ জন ক্রু ছিল।
জানা যায়, জাহাজটিতে থাকা অসুস্থ যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন নাগরিকদের ক্যালিফোর্নিয়ার একটি সামরিক ঘাটিতে রাখা হবে। আর অন্য দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। জাহাজটিতে ৫৪ দেশের ২ হাজার ৪২২ জন যাত্রী রয়েছেন। এছাড়া জাহাজটিতে কাজ করছেন ১ হাজার ১১১ জন ক্রু।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, ক্রুদের জন্য জাহাজেই কোয়ারেন্টাইন খোলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭০৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এদের মধ্যে মারা মারা গেছেন ২৭ জন।