করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে অধিক জনসংখ্যা, ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা ও অপর্যাপ্ত অবকাঠামোর মতো বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে।
এসব প্রতিবন্ধকতা ছাড়াও এখন ভুল তথ্য ও ভুয়া সংবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে দেশটিতে। বিস্তৃত সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে ভ্রান্ত ধারণা।
ভাইরাস থেকে বাঁচতে ঘরোয়া টোটকা ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন খাবার যেমন আইসক্রিম, মুরগির মাংস বর্জনের মতো উপদেশ দেওয়া হচ্ছে। ভুল তথ্য আদান প্রদানের বন্যায় ভারতীয় ফোনকলগুলো ভেসে যাচ্ছে।
গত শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ বিষয়ক গুজব না ছড়াতে নাগরিকদের অনুরোধ করেন। করোনা ভীতির কারণে ভারতের স্টক এক্সচেঞ্জেও প্রভাব পড়েছে। ২০১০ এর পর এখন দেশটির শেয়ারবাজার সর্বনিম্ন স্তরে নেমে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।