করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় ইরানের সকল বন্দীকে মুক্তি দেওয়া উচিত। মঙ্গলবার (১০ মার্চ) ইরানের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জাভেদ রেহমান এ কথা বলেন। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, ইরানে করোনার প্রাদুর্ভাবের মধ্যেও রাজনৈতিক বন্দীদের আটক করে রাখা দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। তাই করোনাভাইরাস মোকাবিলায় দেশটিতে আটক বন্দীদের অস্থায়ীভাবে মুক্তি দেওয়া উচিত।
জেনেভায় সাংবাদিকদের জাভেদ রেহমান বলেন, বেশ কয়েকজন দ্বৈত ও বিদেশি নাগরিক যদি সত্যই করোনার ঝুঁকির মধ্যে পড়ে বা আক্রান্ত হয়, তাহলে তা হবে সত্যই ভীতিজনক।
তিনি বলেন, তাই আমি ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র ইরানকে সুপারিশ করছি যে, সমস্ত বন্দীদের অস্থায়ীভাবে মুক্তি করে দিতে।
ইরানে এখন পর্যন্ত ৬ হাজার ৫৬৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৯৪ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।