যুক্তরাজ্যে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় লন্ডনের উত্তরে অবস্থিত ওয়াটফোর্ড শহরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৩ থেকে বেড়ে ৩৭৩ জনে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।