যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 16:08:36

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের প্রথম এমপি যিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন। 

মঙ্গলবার (১০ মার্চ) বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করে।

নাদিন ডরিস এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকরা আমাকে যা করতে বলছেন আমি সেটাই মেনে চলার চেষ্টা করছি। নিজে থেকেই আমি আমার বাসায় সবার থেকে আলাদা থাকছি।

তিনি আরও বলেন, এই সংবাদের পরপরই আমি সতর্কতা অবলম্বন করছি।

এরপর তিনি এক টুইট বার্তায় বলেন, অনেক অনেক শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। এটি একটি বাজে অবস্থা। আশা করি আমি এখান থেকে দ্রুত পরিত্রাণ পাব। তবে আমি চিন্তিত আমার ৮৪ বছর বয়সী মাকে নিয়ে। আজকে থেকে তার কাশি শুরু হয়েছে। আগামীকাল তাকে পরীক্ষা করা হবে। নিরাপদে থাকুন, এবং হাত নিয়মিত পরিষ্কার করুন। 

স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক এক টুইট বার্তায় বলেন, তিনি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন। সে সঠিক কাজটিই করেছেন। আমি তার সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমি জানি মানুষ কেন এই ভাইরাস নিয়ে ভীত। আমরা সর্বোচ্চ চেষ্টা করব নাগরিকদের সুরক্ষা দিতে।

এ সম্পর্কিত আরও খবর