মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৩১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সিএনএন এর তথ্য মতে যুক্তরাষ্ট্রে রোববার করোনাভাইরাসের রোগী শনাক্তে হওয়ার পর তিনদিনে চিহ্নিত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওয়াশিংটনে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৩ জন ও মৃতের সংখ্যা ২৪ জন।
এছাড়া ক্যালিফোর্নিয়ায় ১০০ জন, নিউইয়র্কে ১০০ জন ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৭ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩ এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।