‘উহানের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, তার অসংখ্য প্রমাণ আছে’— বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
রোববার (৩ মে) সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পম্পেও বলেন, চীনে নিম্নমানের পরীক্ষাগার চালানোর ইতিহাস রয়েছে। আর উহান থেকেই এ ভাইরাস উদ্ভূত তার অসংখ্য প্রমাণ রয়েছে। আমরা শুরু থেকেই বলছি উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরীক্ষাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, পূর্বের ইতিহাসও বলে বিশ্বে চীন এমন অনেক ভাইরাসের সংক্রমণ ঘটিয়েছে। এই প্রথমবারের মতো নয় যে, চীনা ল্যাবের ব্যর্থতার ফলে আমরা ভাইরাসে সংক্রামিত হয়েছি।
তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের উৎপত্তি প্রাকৃতিক নয়, যেটাতে আমিও একমত।
এর আগে ফাইভ আইজ নামে এক গোয়েন্দা জোটের প্রতিবেদনে করোনাভাইরাসের সংক্রমণ ও উৎস সম্পর্কে চীনের মিথ্যাচারের বিষয় উঠে আসে।
এছাড়া বার্ষিক গোপনীয় প্রতিবেদন ডসিয়ার গোয়েন্দাদের তথ্য এক করে দেখিয়েছে, চীনের কাছে ডিসেম্বরের প্রথম দিক থেকে করোনাভাইরাস মানুষের মধ্যে সংক্রমণের প্রমাণ রয়েছে, তবে ২০ জানুয়ারি পর্যন্ত চীন সেটা অজুহাত দেখিয়ে এইভাবে ছড়িয়ে পড়তে পারে বলে অস্বীকার করে চলে।
আরও পড়ুন: করোনাভাইরাসের উৎস সম্পর্কে চীনের মিথ্যাচার, গোয়েন্দা প্রতিবেদনে ফাঁস