করোনাভাইরাস প্রাকৃতিকভাবেই সৃষ্ট: ডাব্লিউএইচও

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে করোনাভাইরাস অর্থাৎ এর উৎস প্রাকৃতিক বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

শুক্রবার (১ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল রায়ান জোর দিয়ে বলেন, ভাইরাসটি নিয়ে পরীক্ষা করে অনেক বিজ্ঞানীরাই জানিয়েছেন এর উৎস প্রাকৃতিক। এর পেছনে চীনের কোনো হাত নেই।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, চীনের উহানের একটি ভাইরোলজি ইনস্টিটিউট থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। তবে তিনি কীভাবে জেনেছেন তার প্রমাণ দিতে অস্বীকার করেন।

ট্রাম্পের এমন মন্তব্যের প্রেক্ষিতে মাইকেল রায়ান বলেন, আমাদের এটাই গ্রহণ করা শ্রেয় যে প্রাকৃতিকভাবেই এর সৃষ্টি হয়েছে। কমপক্ষে এটা স্বীকার করা যে বন্য প্রাণীর স্বাভাবিক জীবনকে আমরা বাধাগ্রস্ত করেছিলাম। যার ফলস্বরূপ এই মহামারি।

বিজ্ঞাপন

এজন্য পরবর্তীতে সতর্ক হওয়া ও প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি। মোটকথা এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, ভাইরাসটি প্রাণী থেকেই মানুষের দেহে সংক্রমিত হয়েছে। চীনের উহানের বন্য প্রাণীর বাজার থেকে এ ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে।