ক্রিমিয়ায় শুরু হচ্ছে অনলাইনে কোরআন প্রশিক্ষণ কোর্স

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 10:58:40

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপে বসবাসরত মুসলমানদের জন্য অনলাইনের পবিত্র কোরআন শেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই প্রশিক্ষণ কোর্সে আরবি অক্ষরের উচ্চারণ, বানান ও শব্দ শেখানো থেকে শুরু করে তাজবিদ শেখানো হবে। যার ফলে প্রশিক্ষণগ্রহণকারী খুব সহজে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ কোর্সের শেষে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাউসারের তেলাওয়াতও শেখানো হবে। অবগত করা হবে এসব সূরা অর্থ ও সংক্ষিপ্ত তাফসির সম্পর্কেও।

ক্রিমিয়ার মুফতি কাউন্সিলের তত্ত্বাবধানে অনলাইনে কোরআন প্রশিক্ষণ কোর্সটি ১৫ নভেম্বর থেকে শুরু হবে। চলবে টানা তিন মাস। পরিকল্পনা রয়েছে, প্রতি সপ্তাহে দুই দিন করে মোট ২৪টি ক্লাসের মাধ্যমে এই কোর্স সম্পন্ন করা হবে।

ইউরোপিয়ান দেশ ইউক্রেনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ও উপদ্বীপের নাম ক্রিমিয়া। আয়তন ২৬ হাজার ১০০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ২৫ লাখ।

২০১৪ সালের মার্চ মাসে ক্রিমিয়া নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং রুশ ফেডারেশনে যোগ দেয়। ক্রিমিয়ার ২৫ লাখ জনগোষ্ঠীর মধ্যে ২০ শতাংশ মুসলমান।

এ সম্পর্কিত আরও খবর